Thursday, March 13, 2025

বঙ্গভবনের সামনে বিক্ষোভ, পুলিশ-সেনাবাহিনীর এপিসি-জলকামান মোতায়েন

আরও পড়ুন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগসহ চার দফা দাবিতে বঙ্গভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে তারা ঘেরাও ও অবস্থান কর্মসূচির উদ্দেশ্যে বঙ্গভবনের সামনে অবস্থান নেন।

এদিকে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রয়েছে পুলিশ ও সেনাবাহিনীর এপিসি, জলকামান।

বঙ্গভবনের সামনের মোড়ে রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বিকেলে বিক্ষোভ করতে দেখা গেছে ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটি’র ব্যানারে কয়েকজন বিক্ষুব্ধ জনতা। অন্যদিকে একদল শিক্ষার্থী ‘রক্তিম জুলাই-২০২৪’ ব্যানারে একই দাবিতে অবস্থান নিয়েছে।

আরও পড়ুনঃ  নির্বাচন প্রসঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদলকে যা জানাল জামায়াত

এদিকে রাষ্ট্রপতির পদত্যাগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত করছেন ছাত্র-জনতা।

বিকেল সাড়ে ৩টার দিকে জড়ো হন তারা। এ সময় শিক্ষার্থীরা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে স্বৈরাচারের ‘দোসর’ বলে দাবি করে তার পদত্যাগ চেয়ে স্লোগান দিচ্ছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ