Thursday, March 13, 2025

এখন আর তাদের ছাত্র বলার অপশন নেই: নিলোফার চৌধুরী মনি

আরও পড়ুন

নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ এর সদস্যদের আর ছাত্র বলার অপশন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি।
শনিবার (১ মার্চ) একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক-শো তে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

মনি বলেন, ‘ওরা ছাত্র ছিলো। এখন থেকে আর ছাত্র বলবো না আমরা। ওরা যেটাই করুক না কেন এখন আর ছাত্র বলার অপশন নেই। পলিটিক্যাল কাউন্টার বলা যেতে পারে।’

আরও পড়ুনঃ  মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কথা বলার অধিকার কে দিয়েছে: প্রধানমন্ত্রী

জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানের সম্পূর্ণ খরচ কোথা থেকে এলো সে বিষয়েও প্রশ্ন করেছেন তিনি। মনি বলেছেন, ‘’আজকের এত বড় প্রোগ্রামটা করলো পয়সা কোথা থেকে আসলো? তাদের ব্যাবসা-বাণিজ্য নাই, বাবার ঘরে খেতো, চলতো, পড়তো, ঘুমাতো। ম্যাক্সিমামই তাই। কেউ কেউ হয়তো ছোটখাট টিউশন করতো। আমাদের যারা ছাত্র রাজনীতি করে তাদের ফাদার সংগঠন আছে। তারা চাইলে দেখাতে পারে যে তারা কোথা থেকে অর্থ নিয়েছে। কত টাকা খরচ হয়েছে। তাদেরও খরচ হয়েছে। জনপ্রতি টাকা পেয়েছে। গাড়ি দিয়ে বাইরের জেলা থেকে মানুষ আনতে হয়েছে। এই অর্থটা তারা কোথা থেকে পেলো?’

আরও পড়ুনঃ  ছাত্র আন্দোলন নিয়ে সেদিন যা বলেছিলেন ব্যারিস্টার সুমন

তিনি আরও বলেন, স্বৈরাচার সরকার চলে যাওয়ার পরে রাজনীতিবিদদের বড় বড় রাজনীতির সংখ্যা অনেকটাই কমে গেছে। বিএনপির সাথে পাল্লা দিয়ে চলার অবস্থা আর নেই।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ