টাঙ্গাইলে যৌথবাহিনীর অভিযানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম জোয়াহেরর বাড়ি দখলমুক্ত করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের ছোট কালিবাড়ীর এলাকার বাসা থেকে মানসিক ভারসাম্যহীনদের বের করে সন্তোষ বড়ইতলায় এলাকায় পূর্বের বাসায় নিয়ে যাওয়া হয়।
রাত সাড় ৯টা হতে সদর উপজলা সহকারী কমিমনার (ভূমি) রুহুল আমিন শরিফের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাব এ অভিযান পরিচালনা করে।
এর আগ, শনিবার সকাল ছাত্র প্রতিনিধি ও সমন্বয়ক মারইয়াম মুকাদ্দাস মিস্টি জোয়াহেরুল ইসলামের বাসার তালা ভেঙে ১৭ জন পাগল নিয়ে ভবনে প্রবেশ করেন। এতে জেলাজুড় আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
জোয়াহরুল ইসলামর স্ত্রী রওশন আরা খান বলেন, ‘আমাদের কাছ প্রথম মিস্টি নামের এক মেয়ে ১০ কোটি টাকা চাঁদা চেয়েছিল। সেই টাকা না দেওয়ায় তারা বাড়ি জবরদখল করে। আমি এ ঘটনায় থানায় মামলা দায়ের করব।’