Thursday, March 13, 2025

সাতসকালে দোকান খোলার পরই হামলা, ব্যবসায়ীর হাতের রগ কেটে দিল দুর্বৃত্তরা

আরও পড়ুন

হাতের রগ কেটে দেওয়ার পর ঢামেকের জরুরি বিভাগে চলছে ব্যবসায়ী রুহুল আমিনের চিকিৎসা। ফাইল ছবি
হাতের রগ কেটে দেওয়ার পর ঢামেকের জরুরি বিভাগে চলছে ব্যবসায়ী রুহুল আমিনের চিকিৎসা। ফাইল ছবি
রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগে দুর্বৃত্তরা রুহুল আমিন(৫৫) নামে এক মুদি ব্যবসায়ীর দুই হাতের রগ কেটে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ রোববার ভোর ৬টার দিকে শান্তিবাগ পানির পাম্পের কাছে এ ঘটনা ঘটে। পরে সকাল ৮টার পর আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ  যাত্রীবাহী বাস উল্টে দুইজন নিহত

রুহুল আমিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার পানিয়ারুপ গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি শাজাহানপুর এলাকায় ভাড়া থাকেন বলে জানিয়েছেন স্বজনেরা।

আহত মুদি ব্যবসায়ীর শ্যালক আমানুল্লাহ জানান, শান্তিবাগ পানির পাম্পের কাছেই মুদি দোকানের ব্যবসা করতেন তাঁর ভগ্নিপতি। রোববার ভোর ছয়টার দিকে দোকান খুলেছিলেন তিনি। এ সময় অজ্ঞাত পরিচয়ের ২থেকে ৩ জন দুর্বৃত্ত দোকানে এসেই রুহুল আমিনের চোখ বেঁধে ধারালো ছুরি দিয়ে তাঁর দুই হাতের রগ কেটে দেয়।

আরও পড়ুনঃ  হেলিকপ্টার বিধ্বস্ত: কেনিয়ার সামরিক বাহিনীর প্রধানসহ নিহত ১০

আমানুল্লাহ বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত রুহুলকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা চলছে তাঁর।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ