রেলস্টেশনে পরিচয় হওয়া যে দম্পতিকে ফ্ল্যাটে এনেছিলেন হাবীবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভুঁইয়া, সেই দম্পতিই তাকে খুন করেছেন বলে গ্রেপ্তারের পর পুলিশের কাছে তারা ‘স্বীকার করেছেন’।
পুলিশ বলছে, হত্যার কারণ হিসেবে ওই দম্পতির ভাষ্য, রাজধানীর উত্তরখানের বাসায় আশ্রয় নেওয়ার পর তারা সাইফুর রহমানের ‘শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনের’ শিকার হন। সেই ক্ষোভ থেকে বটি দিয়ে কুপিয়ে তারা পালিয়ে যান।
তবে মামলার বাদী সাইফুর রহমানের ভাই লুৎফর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, “তার ভাইয়ের বিরুদ্ধে এ ধরনের কালিমা লেপন করা ঠিক নয়। এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে, যার রহস্য উদঘাটন করা প্রয়োজন।”
সোমবার ভোরে উত্তরখান থানার পুরানপাড়া বাতান এলাকার একটি ছয় তলা ভবনের চতুর্থ তলায় খুন হন উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান।
এ ঘটনায় তার ছোট ভাই লুৎফর রহমান মামলা করেন। উত্তরখানের পুরানপাড়া বাতান এলাকায় স্ত্রীর পৈত্রিক সম্পত্তিতে বাড়ি নির্মাণের জন্য তিন-চার মাস ধরে ওই এলাকার ভাড়া বাসায় থাকছিলেন বলে জানান লুৎফর।
হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে মঙ্গলবার সকালে ফরিদপুর রেলস্টেশন এলাকা থেকে পুলিশ মো. নাজিম হোসেন (২১) ও রুপা বেগম ওরফে জান্নাতিকে (২৩) গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দুটি মোবাইলফোন, একটি চাবির রিং ও একটি ব্যাংকের ভিসা কার্ড উদ্ধার করা হয়।