Thursday, March 13, 2025

হঠাৎ মধ্যরাতে লাইভে এসে কাঁদলেন সাদিয়া আয়মান, জানা গেল সত্য ঘটনা

আরও পড়ুন

হালের ক্রেজ অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন সাদিয়া আয়মান। কিছুদিন আগেই একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। তবে অন্যবদ্য অভিনয়ে দর্শকরা অভিনেত্রী হিসেবেই প্রাধান্য দিয়েছেন তাকে। কিন্তু এবার সেই দর্শকদের মধ্য থেকেই গুরুতর অভিযোগ এলো সাদিয়ার দিকে।

নাটক-সিনেমা-ওয়েব সিরিজের প্রচারণার ক্ষেত্রে নানা ধরনের কৌশল অবলম্বন করতে দেখা যাচ্ছে প্রযোজক-পরিচালক ও কনটেন্ট সংশ্লিষ্টদের। তবে সাম্প্রতিক সেই তালিকায় তারকাদেরও সক্রিয় দেখা যাচ্ছে। প্রচারণার ক্ষেত্রে ভক্ত-শুভাকাঙ্ক্ষী ও দর্শকদের বোকা বানানোর কৌশল অবলম্বন করতে দেখা যায় তাদের।

এবার তেমনই একটি কৌশল অবলম্বন করলেন অভিনেত্রী সাদিয়া আয়মান। সোশ্যাল মিডিয়া ফেসবুক লাইভে এসে ভৌতিক বিষয় উপস্থাপন করে দর্শকদের সিমপ্যাথি অর্জনের চেষ্টা করেন তিনি। যা ছিল একদমই নাটকীয় এবং সাজানো। সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে ফেসবুক লাইভে এসে তিনি বলেন, একটি ঘটনা শেয়ার করার জন্য অনেকটা বাধ্য হয়েই মধ্যরাতে লাইভে এসেছি।

আরও পড়ুনঃ  আরিফিন শুভর সেই ১০ কাঠার প্লট নিয়ে চাঞ্চল্যকর তথ্য ফাঁস

এ অভিনেত্রী ঘটনা সম্পর্কে জানান, কিছুদিন ধরে একটা বাজে অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছি। ঠিক জানি না, কেন এটা হচ্ছে। তবে বিষয়টি কয়েকবার ঘটেছে বলেই লাইভে এসেছি আজ।

তারপরই ঘটনা সম্পর্কে সাদিয়া আয়মান বলেন, গত কয়েকদিন আগে একটি শুট শেষ করে আমি বাসায় ফিরছিলাম। তখন সবার পরিচিত একটি সড়ক দিয়ে যাওয়ার পথে দেখি পা থেকে মাথা পর্যন্ত কালো কেউ একজন আমার গাড়ির সামনে চলে আসে। এরপর গাড়ি থামিয়ে সেখানে গিয়ে দেখি কেউ নেই।

তিনি বলেন, তারপর সেখান থেকে আমরা নিরাপদে বাসায় চলে আসি। কিন্তু আসার পর বাসার বিপরীতে ফের সেই ব্যক্তিকে দেখতে পাই। এরপর কাঁপা কাঁপা কণ্ঠে এ অভিনেত্রী বলেন, আমি কথা বলতে পারছি না, কাঁপছি। কিছুক্ষণ আগেও বারান্দা থেকে দেখেছি যে, আমার বাড়ির নিচে সেই ব্যক্তি দাঁড়িয়ে আছে।

আরও পড়ুনঃ  কনসার্টে কপালে লেজার স্পর্শ করতেই ভয়ে গান ছেড়ে দৌড় নিক জোনাসের

আর ঘটনাটি নেটিজেনদের দেখানোর জন্য লাইভ অবস্থায় বাসার বারান্দায় চলে যান সাদিয়া আয়মান। হাতে থাকা মোবাইল ফোন ঘুরিয়ে লাইভে কালো পোশাকে দাঁড়িয়ে থাকা ওই ব্যক্তিকে দেখান তিনি। তখন চেহারার মধ্যে আতঙ্কের ছাপ ছিল তার। কান্না করাও শুরু করেন। বাসায় তিনি ছাড়া কেউ নেই উল্লেখ করে বলেন, আপনারা দেখুন। নিচে ওই ব্যক্তি দাঁড়িয়ে আছে। বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই এখন। এ কথা বলেই কান্না করতে থাকেন।

এ অবস্থায় বারান্দার দরজা লাগিয়ে রুমে আসেন সাদিয়া আয়মান। তখনও ফেসবুক লাইভ চলছিল। আর লাইভ চলাকালীন হঠাৎই আঁতকে উঠেন তিনি। একপর্যায়ে ‘ও মাই গড, ও মাই গড’ বলতে বলতে কেট দেন লাইভটি।

আরও পড়ুনঃ  পর্দার হাসিনা কোথায় আছেন

এদিকে সাদিয়া আয়মানের লাইভটি শেষ হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ফেসবুকহ নানা মাধ্যমে। তাকে নিয়ে চিন্তিত হয়ে পড়েন নেটিজেনরা। এ নিয়ে নানা ধরনের স্ট্যাটাস দেয়া শুরু হয়। সবারই ধারণা যে, তার সঙ্গে খারাপ কিছু ঘটেছে।

কিন্তু এর কিছুক্ষণ পরই সেই লাইভটি ফেসবুক থেকে সরিয়ে নেন তিনি। আর ঘণ্টাখানেক পর একটি ওয়েব ফিল্মের পোস্টার শেয়ার করেন। তখন নেটিজেনরা স্পষ্ট বুঝতে পারেন, লাইভের পুরো ঘটনা ছিল পোস্টারে থাকা ওয়েব ফিল্মের প্রচারণার অংশ। একটি বেসরকারি টেলিভিশনের অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ হবে ‘বিভাবরী’ নামের ফিল্মটি। যা রাজধানী ঢাকার রহস্যজনক কিছু ঘটনাকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ