Thursday, March 13, 2025

ঘটনাস্থলেই মারা গেলেন স্ত্রী, আহত সেনাসদস্য ও শিশুকে হেলিকপ্টারে আনা হলো সিএমএইচে

আরও পড়ুন

বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স করপোরাল মো. বুলবুল আহমেদ, তার স্ত্রী ও শিশু সন্তানসহ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে ঘটনাস্থলেই নিহত হন সেনা সদস্যের স্ত্রী। এছাড়া গুরতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য আর্মি এভিয়েশন হেলিকপ্টারযোগে ঢাকা সিএমএইচে পাঠানো হয়েছে সেনাসদস্য ও তার শিশু সন্তানকে। শনিবার (১৮ জানুয়ারি) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৭ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে বরিশাল সেনানিবাসে কর্মরত ল্যান্স করপোরাল মো. বুলবুল আহমেদ, তার স্ত্রী ও ছেলেসহ মোটরসাইকেলযোগে যাত্রার সময় সেনানিবাস এমপি গেটের সামনে একটি বাসের ধাক্কায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন।

আরও পড়ুনঃ  শ্বশুরবাড়ির দাওয়াতে না যাওয়ায় জামাইয়ের বাড়ি হামলা

এই দুর্ঘটনায় সেনা সদস্যের স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় ল্যান্স করপোরাল বুলবুল ও তার সন্তানকে উন্নত চিকিৎসার জন্য আর্মি এভিয়েশন হেলিকপ্টারযোগে ঢাকার সিএমএইচে পাঠানো হয়।

এতে আরও জানানো হয়, দুর্ঘটনার জন্য সাকুরা পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ