Thursday, March 13, 2025

দশ মাসে কুরআনের হাফেজ ১০ বছরের তাসফিয়া মাহী

আরও পড়ুন

মাত্র ১০ মাসে কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার কীর্তি গড়েছেন ১০ বছর বয়সী তাসফিয়া মাহী। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার চন্ডিপুর গ্রামের আব্দুল মতিনের মেয়ে তাসফিয়া, বর্তমানে উম্মে হানি বালিকা মাদরাসার ৫ম শ্রেণির ছাত্রী। তার এই অসাধারণ অর্জন তার পরিবার, সহপাঠী ও শিক্ষকরা গর্বের সঙ্গে উদযাপন করছেন। তাসফিয়া মাহী হেফজ বিভাগে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ভর্তি হয়ে মাত্র ১০ মাসে কুরআন মুখস্থ করেন, যা তাকে সম্মানিত হাফেজের মর্যাদা প্রদান করে।

আরও পড়ুনঃ  ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

জানা গেছে, মিল্ক ভিটায় কর্মরত আব্দুল মতিনের তিন মেয়ের মধ্যে তাসফিয়া মাহী সবার ছোট। ছোটবেলা থেকেই তিনি অনেক মেধাবী ছিলেন। তাসফিয়া প্রাথমিক শিক্ষার পাশাপাশি কুরআনের হেফজ বিভাগে ভর্তি হন। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্থানীয় উম্মে হানি বালিকা মাদরাসার হেফজ বিভাগে ভর্তি হয়ে, ৩ মাস নাজরানা বিভাগে পড়ার পর, মাত্র ১০ মাসে কুরআনের হাফেজ হয়ে যান। বর্তমানে তিনি ৫ম শ্রেণিতে পড়াশোনা করছেন।

তাসফিয়ার মা আজমিরা পারভীন জানান, তার মেয়ে ছোটবেলা থেকেই অনেক মেধাবী। প্রথমে তিনি তার মেয়েকে প্লে-গ্রেডে ভর্তি করেন, পরে চতুর্থ শ্রেণিতে ওঠার পর তিনি সিদ্ধান্ত নেন যে তাসফিয়া বাংলা ও ইংরেজির পাশাপাশি হেফজ বিভাগে পড়াশোনা করবে। উম্মে হানি বালিকা মাদরাসার হেফজ বিভাগে ভর্তি হয়ে, মাত্র ১০ মাসে কুরআন মুখস্থ করেন। তিনি আরো জানান, তার মেয়ে এখন ৫ম শ্রেণিতে পড়াশোনা করছেন এবং তার পরিবার খুবই আনন্দিত।

আরও পড়ুনঃ  মদিনায় ৪০ বছর ধরে বিনামূল্যে চা-কফি বিতরণ করা সেই বৃদ্ধ আর নেই

তাসফিয়ার সহপাঠী সাইফা খাতুন বলেন, তিনি তাসফিয়ার সাথে হেফজ বিভাগে ভর্তি হয়েছিলেন, কিন্তু তাসফিয়া আগেই হাফেজি শেষ করেছেন। তাসফিয়ার সফলতায় গর্বিত তার সহপাঠীরা।

তাসফিয়া মাহী মাত্র ১০ মাসে কুরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হয়েছেন।—ছবি: ঢাকা মেইল
উম্মে হানি বালিকা মাদরাসার শিক্ষক মুফতি আব্দুল হান্নান বলেন, তাসফিয়া ২০২৪ সালের ফেব্রুয়ারিতে হেফজ বিভাগে ভর্তি হন, পরে প্রতিদিন ৫, ৮, বা ১০ পৃষ্ঠা করে কুরআন মুখস্থ করেন। আলহামদুলিল্লাহ, তার প্রচেষ্টায় মাত্র ১০ মাসে কুরআন মুখস্থ করেছেন। চলতি বছরের জানুয়ারিতে তাকে হাফেজ সম্মাননা প্রদান করা হয়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ