Friday, March 14, 2025

বরগুনায় কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের ব্যাপক সংঘর্ষ

আরও পড়ুন

বরগুনার আমতলী উপজেলায় বাস কাউন্টার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ১৭ জন আহত হয়েছেন। এর মধ্যে গুরুতর অবস্থায় ১১ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরের দিকে আমতলী উপজেলার নতুন বাজার বাধঘাট নামক এলাকায় এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা-কুয়াকাটা রুটে আমতলী পৌরসভার বটতলা নামক এলাকার ইউনিক পরিবহনের কাউন্টার দখল নিয়ে আমতলী পৌর বিএনপির আহ্বায়ক কবির ফকির ও আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সামসুল হক চৌকিদারের মধ্যে বিরোধ চলছিল। উভয় পক্ষের দাবি পরিবহনটির কতৃপক্ষ কাউন্টারটি পরিচালনায় তাদের দায়িত্ব দিয়েছে। এ বিরোধের জেরে কাউন্টার দখলে নিতে সামসুল হক চৌকিদারের লোকজন বাস কাউন্টারে গেলে কবির ফকিরের চাচাতো ভাই আমতলী উপজেলা বিএনপির বহিষ্কৃত আহ্বায়ক জালাল ফকিরের দুই ছেলে রাহাত ফকির ও ফরহাদ ফকির বাধা দেয়। পরে এ ঘটনায় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষের ১৭ জন আহত হয়। এ ছাড়াও সড়কে কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুনঃ  এবার জানা গেল রাবি ছাত্রশিবির সভাপতির পরিচয়

এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (আমতলী সার্কেল) মোঃ তারিকুল ইসলাম মাসুদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ