Thursday, March 13, 2025

‘১৭ বছর হাসিনার চোখে চোখ রেখে লড়াই করেছি, আর আপনারা কারা?’

আরও পড়ুন

জাতীয়তাবাদী কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেছেন, “গত ১৭ বছর শেখ হাসিনার চোখে চোখ রেখে লড়াই করেছি, আর আপনারা কারা? সেই জন্যই বলছি যতদ্রুত সম্ভব মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিন। তা নাহলে ভালো হবে না, দেশের মানুষ এসব ষড়যন্ত্র মেনে নেবে না।”

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের কাজী সিরাজুল ইসলাম একাডেমি মাঠে ইউনিয়ন কৃষকদলের আয়োজনে কৃষক সমাবেশ এসব কথা বলেন তিনি।

আরও পড়ুনঃ  আবু জাহেলের বাড়ি এখন পাবলিক টয়লেট: সারজিস

শহিদুল ইসলাম আরও বলেন, “বাংলাদেশের বিরুদ্ধে এখনো ওয়ান ইলেভেনের মতো ষড়যন্ত্র হচ্ছে। সেই জন্য জনগণের সরকার প্রতিষ্ঠা নিয়ে তালবাহানা হচ্ছে। কোন রকম তালবাহানা বা ষড়যন্ত্র আমরা সহ্য করব না।”

তিনি বলেন, “বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, তালবাহানা হচ্ছে। মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না। ছিনিমিনি খেলা এদেশের মানুষ আর এক মূহ্হর্তের জন্যও মেনে নিবে না। যতদ্রুত সম্ভব জনগণের ভোটের ব্যবস্থা করুন।”

কৃষক দলের এ নেতা আরও বলেন, “কৃষক ফসল ফলায় কিন্তু তারা ন্যায্যমূল্য পায় না। আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করা হবে।”

আরও পড়ুনঃ  ছাত্রলীগ নিষিদ্ধের সংবাদে নেটিজেনদের উচ্ছ্বাস

শেখ হাসিনা পালিয়ে গেলেও, এখনো নিত্যপণ্যের দাম কমেনি অভিযোগ করে শহিদুল ইসলাম বলেন,“গত ৫ আগস্টে ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে। ফ্যাসিস্ট পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। জিনিসপত্রের দাম কমে নাই, এখনো মানুষের নিরাপত্তা নাই। এখনো মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয় নাই।”

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বোয়ালমারী উপজেলা কৃষক দলের আহ্বায়ক লুৎফর রহমান। সভা পরিচালনা করেন সদস্য সচিব রিপন মোল্লা।

অন্যদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, কেন্দ্রীয় কৃষক দলের সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিয়া হাসান, সদস্য আমিনুল ইসলাম, জেলা কৃষকদলের আহ্বায়ক মামুনুর রশিদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মুরাদ হোসেন প্রমুখ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ