চাঁদপুর জেলা আ.লীগের নেতা এসডু পাটোয়ারী গ্রেপ্তার
চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রোববার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ট্রাক ঘাট এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চাঁদপুর জেলা পুলিশ সুপার মো. আব্দুর রকিব জানান, চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনীর একটি টিম তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার ওপর হামলা ও মারধরের ঘটনায় এসডু পাটোয়ারীর বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা রয়েছে।