Friday, March 14, 2025

পাবনায় সড়কে গাছ ফেলে ডাকাতির ঘটনায় যা জানালো পুলিশ

আরও পড়ুন

পাবনার সাঁথিয়া উপজেলায় রাস্তার উপর গাছ কেটে ফেলে রাস্তা বন্ধ করে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টা থেকে দুইটার মধ্যে সাঁথিয়া-বেড়া সড়কের তলট এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনা নিয়ে একটি বিবৃতি দিয়েছে পাবনার সাথিয়া থানা পুলিশ। এতে উল্লেখ করা হয়েছে- পাবনায় সড়কে গাছ ফেলে ৪০ গাড়িতে ডাকাতি শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা অতিরঞ্জিত।

বিবৃতি আরও উল্লেখ করা হয়, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে সাঁথিয়া থানার করমজা ইউনিয়নের তলট বাজারের ৫০০ গজ পশ্চিমে সাঁথিয়া টু বেড়া সড়কের উপর ও রাস্তার পাশে গাছ কেটে ফেলে রাস্তা বন্ধ করে ১টি সাদা হাইস গাড়ি আটক করে ডাকাতরা। পরে হাইসের ভেতরে থাকা ৫ জন যাত্রীকে দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে ৯০ গ্রাম স্বর্ণ, ল্যাপটপ, আইপ্যাড, একটি ছোট লাগেজ, ডায়মন্ড ও নাকফুল, বৈদেশিক মুদ্রা এবং নগদ ৫০ হাজার টকাসহ মোট ১৫ লাখ ৭ হাজার টাকা নিয়ে যায়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় ছাত্রশিবিরের বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে ইফতার মাহফিল

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এছাড়াও এক সিএনজি চালক ও মোটরসাইকেল চালকের কাছ থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ