নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৫ মার্চ) রাতে তাকে রংপুর শহরের সেনপাড়া থেকে গ্রেফতার করে মহানগর পুলিশ। তার বিরুদ্ধে নীলফামারীতে দুইটি এবং রংপুরে একটি মামলা রয়েছে।
মহানগর পুলিশ কমিশনার মজিদ আলীর নেতৃত্বে একটি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হতে পারে। তবে রিমান্ড চাওয়া হবে কি না, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।
উল্লেখ্য, ২০১৪ সালে দশম জাতীয় সংসদে তিনি প্রথমবার সংসদ সদস্য হন। একই আসন থেকে এরপর আরও দুইবার এমপি নির্বাচিত হন তিনি।
আপনার মতামত লিখুনঃ