Friday, March 14, 2025

নারী হাজতখানায় ৫ জনের সঙ্গে কী করছিলেন সেই তুফান, সবাই আ’টক

আরও পড়ুন

হত্যা, মাদক, ধর্ষণ, ছিনতাইসহ ১৭ মামলার আসামি বগুড়ার আলোচিত তুফান সরকার আদালতের নারী হাজতখানায় পরিবারের পাঁচ সদস্যের সাথে সাক্ষাৎ করেছেন। পুরুষ হাজতি হয়ে নারী হাজতখানায় যাওয়ার ঘটনায় আদালত পুলিশের সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) জয়নাল আবেদিনকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়াও তুফানের স্ত্রী-শাশুড়িসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ মার্চ) বিকেলে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ ঘটনা ঘটে।

জানা যায়, তুফান সরকার বগুড়া শহর যুব শ্রমিক লীগের সাবেক সাধারণ সস্পাদক। তিনি বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার মজিবর সরকারের ছেলে। দুদকের এক মামলার ১৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি তুফানের বিরুদ্ধে হত্যা, মাদক, ধর্ষণ, ছিনতাইসহ আরও ১৭টি মামলা রয়েছে। সোমবার বিকেলে কারাগার থেকে হাজিরার জন্য আদালতে নেওয়া হয় তুফান সরকারকে। হাজিরা শেষে পুরুষ হাজতখানায় না রেখে রাখা হয় নারী হাজতখানায়। সে সময় আদালতে পুলিশের সহযোগিতায় নারী হাজতখানায় তার স্ত্রী আইরিন আক্তার সোনালী, শ্যালক নয়ন, শ্বাশুড়ি তাসলিমা বেগম, স্ত্রীর বড় বোন আশা বেগম এবং একজন আইনজীবীর সহকারী হারুনুর রশীদ দেখা করেন।

আরও পড়ুনঃ  ছাত্রলীগ নেতা ইমতিয়াজ রাব্বীসহ বুয়েট থেকে আজীবন বহিষ্কার হলেন যারা

বগুড়া আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন বলেন, সকালে তুফান সরকারকে আদালতে হাজিরার জন্য কারাগার থেকে আনা হয়। দুপুরের মধ্যেই কারাগার থেকে আনা সকল হাজতিকে প্রিজনভ্যানে পাঠিয়ে দেওয়া হয়। হাজতখানার চাবি এটিএসআই জয়নাল আবেদিনের কাছে থাকে। তুফান সরকারকে কারাগারে না পাঠিয়ে তাকে নারী হাজতখানায় পরিবারের সঙ্গে সাক্ষাত করার সুযোগ করে দেন জয়নাল আবেদিন। আদালতের সবার অগচোরে ঘটনাটি ঘটে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ