মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে ধর্ষণের শিকার হওয়া ৮ বছরের শিশুটির অবস্থা আশঙ্কাজনক। তাকে ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালের পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার ইউনিটে (পিআইসিইউ) নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শিশুটিকে পিআইসিইউতে নেওয়া হয়।
এরআগে, বৃহস্পতিবার রাতের দিকে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢামেকে আনা হয়।
শিশুর চাচা বলেন, ‘আমার ভাতিজি স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করত। শনিবার নিজ বাড়ি শ্রীপুর থেকে সে মাগুরার নিজনান্দুয়ালী গ্রামে বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিল। বৃহস্পতিবার সকালে বড় বোনের শ্বশুর হিটু মিয়া তাকে একটি ঘরের মধ্যে নিয়ে ধর্ষণ করে। মারাত্মক অসুস্থ অবস্থায় শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর গুরুতর অবস্থায় ঢামেকে আনা হয়।’
চিকিৎসকের বরাত দিয়ে শিশুটির চাচা বলেন, ‘আমার ভাতিজির শারীরিক অবস্থা খুবই আশংকাজনক। মধ্যরাতে তাকে পিআইসিইউতে নেওয়া হয়েছে। নতুন করে চিকিৎসকেরা তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দিয়েছেন।’