পাবনার চাটমোহরে একটি মসজিদের দুই মেট্রিক টন চাউল আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। এর প্রতিবাদ করায় তাদের হামলায় নারী-শিশুসহ পাঁচজন আহত হয়েছেন। গুরুতর আহত তিনজনকে চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন কদমতলী মিনাজ মোড় গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী সালমা খাতুন (৩৫), তার শিশু সন্তান সোহেল (১১) এবং আলাউদ্দিন আলীর স্ত্রী আলপনা খাতুন (৩২)।
অভিযুক্ত বিএনপি নেতা হলেন ফৈলজানা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।
আহত সালমা খাতুন বলেন, মিনাজ মোড় জামে মসজিদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত দুই টন চাউল বিক্রি করে সাইফুল ইসলাম ও তার সহযোগীরা আত্মসাৎ করেছেন। এর প্রতিবাদ করায় তারা বাড়িতে হামলা চালিয়ে মারধর করেন।
আপনার মতামত লিখুনঃ