শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১১নং বাঘবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুরকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) দুপুর ১টার দিকে ময়মনসিংহ শহরের জিলা স্কুল এলাকাস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কোতোয়ালি থানা পুলিশের ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশ শহরের জিলা স্কুল এলাকায় আব্দুস সবুরের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ময়মনসিংহের কোতোয়ালি থানায় দায়েরকৃত বিষ্ফোরক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আপনার মতামত লিখুনঃ