Thursday, March 13, 2025

চাঁদপুরে ভাগ্নিকে নি’র্যাতনের ঘটনায় মামা-মামির বিরুদ্ধে মা’মলা

আরও পড়ুন

চাঁদপুরে পৈশাচিক নির্যাতনের শিকার রুজিনার মামা-মামির বিরুদ্ধে সদর মডেল থানায় বাদী হয়ে মামলা করেছে তার বাবা আলী আহম্মদ ভূঁইয়া। আর গুরুতর অসুস্থ রুজিনা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শুক্রবার (৭ মার্চ) দুপুরে সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুজিনার মামি রোকেয়া বেগমকে প্রধান আসামি ও মামা রুবেল মোল্লাকে দ্বিতীয় আসামি করে মামলা করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া। তিনি বলেন, মামলা হওয়ার পরে আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়।

আরও পড়ুনঃ  ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতে বললো বিএসএফ

ভাগ্নিকে পৈশাচিক নির্যাতন, মামা-মামি আটক
এদিকে দুপুরে এই ঘটনায় চাঁদপুর সদর মডেল থানা পরির্দশনে আসেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব। তিনি মামলার বিষয়ে খোঁজ খবর নেন এবং সদর হাসপাতালে চিকিৎসাধীন রুজিনার পরিবারের সঙ্গে কথা বলেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ