আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ঢাকা মহানগরী উত্তরের ৭টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা মহানগরী উত্তরের এসব সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থী যারা, তারা হলেন-
১. ঢাকা-১১ আসনে- অ্যাডভোকেট আতিকুর রহমান,
২ ঢাকা-১২ আসনে সাইফুল আলম খান মিলন,
৩. ঢাকা-১৩ আসনে মো. মোবারক হোসাইন,
৪. ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান,
৫. ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান,
৬. ঢাকা-১৬ আসনে কর্নেল (অব.) আব্দুল বাতেন ও
৭. ঢাকা-১৮ আসনে অধ্যক্ষ আশরাফুল হক।
এদিকে, ডিসেম্বরে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো প্রস্তুতি নিচ্ছে এবং নির্বাচন জোট গঠন নিয়ে নানা আলোচনা চলছে। জামায়াতে ইসলামী বর্তমানে ইসলামি দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়ে যোগাযোগ অব্যাহত রেখেছে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ চলছে, তবে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জোট গঠন হয়নি। তিনি আরও বলেন, ‘‘ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রয়েছে, এবং বিএনপির সঙ্গেও সম্পর্ক বজায় রাখা হচ্ছে।’’
রাজনৈতিক মহলে এখনো নির্বাচনী জোট নিয়ে গুঞ্জন চলছে, তবে জামায়াতে ইসলামী মাঠে নির্বাচন প্রস্তুতি নিয়ে কাজ করছে।