চাঁদাবাজির সময় যৌথ বাহিনীর হাতে আটকের পর জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়ন বিএনপির দুই নেতাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার বিকালে সদর উপজেলা বিএনপির সভাপতি মো. সফিউর রহমান ও সাধারণ সম্পাদক মো. রুহুল আমিনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া নেতারা হলেন মেষ্টা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. ফরমান ও সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর পলাশ। তাদের বাড়ি সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে। তারা সদর থানা হাজতে রয়েছেন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে যৌথ বাহিনীর হাতে তারা দুজনসহ তিন জন আটক হন।
আপনার মতামত লিখুনঃ