Thursday, March 13, 2025

‘এক টাকা কমে হবে না, বলা যাবে না কাউকে’, ঘুষ দাবির অডিও ভাইরাল

আরও পড়ুন

পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে এক সহকারী শিক্ষকের কাছে ঘুষ চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী সহকারী শিক্ষক মো. বেনজির ইসলাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর গত ২৩ ফেব্রুয়ারি একটি লিখিত অভিযোগ দেন। ওই শিক্ষক উপজেলার ৯৩ নম্বর উত্তর পূর্ব বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।

ছড়িয়ে পড়া অডিওতে শিক্ষক বেনজির ইসলামকে বলতে শোনা যায়, ‘আসসালামু আলাইকুম ম্যাডাম। কেমন আছেন? আগামী রোববার আপনার সঙ্গে একটু দেখা করতে চাইছিলাম।’ এর উত্তরে শিক্ষা কর্মকর্তা হেনায়ারা বেগম বলেন, ‘রোববার না সোমবার আসেন।’ এ সময় ওই শিক্ষক বলেন, ‘আমি তো আসলে কিভাবে এইটা ম্যানেজ করব, আপনি যদি বলে দিতেন। কয় টাকা আর বেতন পাই। কয় টাকা হলে আপনার হয়? আমি তো সৎভাবে জীবনযাপন করি।’ এ সময় শিক্ষা কর্মকর্তা বলেন, ‘১০ টাকা (১০ হাজার), আর ১ টাকাও কম হলেও হবে না। আর কাউকে বলা যাবে না।’ জবাবে বেনজির বলেন, ‘৪-৫ হাজার হলে হয় না? এই টাকা আমার জোগাড় করতে হবে।’ শিক্ষা কর্মকর্তা তখন বলেন, ‘কম হলে হবে না। আর কাউকে এই কথা বলা যাবে না।’ এ সময় তিনি ব্যক্তিগত বিকাশ নম্বরে টাকা দেওয়া কথা বলেন। সেই সঙ্গে কাউকে বিষয়টি না জানানোর শর্ত দেন।

আরও পড়ুনঃ  যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সহকারী শিক্ষক বেনজির ইসলামের ভাষ্য, তিনি ছুটিতে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শিক্ষা কর্মকর্তা অনৈতিকভাবে ওই টাকা ঘুষ হিসেবে দাবি করেছিলেন। টাকা না দিলে তাঁর ক্ষতি করার হুমকি দেন। পরে শিক্ষা কর্মকর্তার নির্দেশ অনুযায়ী বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ