Friday, March 14, 2025

ফিলিস্তিনি শিক্ষার্থীর গ্রেফতারের প্রতিবাদে ট্রাম্প টাওয়ারে বিক্ষোভ, আটক প্রায় ১০০ জন

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি শিক্ষার্থীকে গ্রেফতারের নিন্দা জানাতে ম্যানহাটনের ট্রাম্প টাওয়ারে প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। এ সময় সেখান থেকে প্রায় ১০০ জনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (১৩ মার্চ) তাদের আটক করা হয়।
ফিলিস্তিনি শিক্ষার্থীর গ্রেফতারের প্রতিবাদ জানাতে ট্রাম্প টাওয়ারের ভেতর জড়ো হন বিক্ষোভকারীরা। ছবি:

গাজা যুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ করার অভিযোগে শনিবার গ্রেফতার করা হয় মাহমুদ খলিলকে নামে এক শিক্ষার্থীকে।

আরও পড়ুন:ফিলিস্তিনি শিক্ষার্থী খলিলের মুক্তির দাবিতে নিউইয়র্কে বিক্ষোভ

আরও পড়ুনঃ  লালবাগে ছাত্রলীগ নেত্রীর মরদেহ উদ্ধার

ফিলিস্তিনপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন।

এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে ‘জিউইশ ভয়েস ফর পিস।’ দুপুরের কিছুক্ষণ পরেই ট্রাম্প টাওয়ারে লাল সার্ট পড়ে জড়ো হন বিক্ষোভকারীরা।

এ সময় তারা মাহমুদ খলিলকে মুক্ত করো স্লোগান দিতে থাকেন। ‘আর কখনও কেউ নয়’ এবং ‘ইহুদিরা মেনে নেবে না’ লেখা ব্যানার উড়িয়ে দেন।

নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে, প্রায় ৩০০ জন বিক্ষোভকারীর মধ্যে ৯৮ জনকে গ্রেফতার কর হয়। তবে কোনও আহত বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  খুলনায় কোনো মন্দিরে হা'ম'লার ঘটনা ঘটেনি: হিন্দু ফ্রন্ট

শনিবার নিউইয়র্কে গ্রেফতারের পর লুইসিয়ানায় অভিবাসন হেফাজতে রাখা হয় খলিলকে। খলিলের গ্রেফতারের পর ডেমোক্র্যাটিক আইন প্রণেতারা, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত এবং নাগরিক স্বাধীনতার সমর্থকরা তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ