Friday, March 14, 2025

সাতক্ষীরায় ২ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মাম’লা

আরও পড়ুন

সাতক্ষীরায় ২ সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা
সাতক্ষীরায় সাংবাদিক পরিচয়ে ছাত্রলীগের সাবেক ২ নেতার বিরুদ্ধে বুধবার (১২ মার্চ) সাতক্ষীরা সদর থানায় মামলাটি করা হয়। মামলার বাদী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ মোঃ হাফিজ উল্লাহ। আসামিরা হলেন— পাটকেলঘাটা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে জেলা আ’লীগের সদস্য মোঃ মনিরুল ইসলাম মনি (৪৮) ও যুবলীগ নেতা গাজী ফরহাদ হোসেন (৩২)। গাজী ফরহাদ হোসেন দৈনিক কালবেলা প্রত্রিকার জেলা প্রতিনিধি ও মনিরুল ইসলাম মনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর এর সাতক্ষীরা প্রতিনিধি ।
মামলার এজহারে ডাঃ মোঃ হাফিজ উল্লাহ অভিযোগ করেন, সাংবাদিক পরিচয়দানকারী সাবেক ছাত্রলীগ ও যুবলীগের নেতা মোঃ মনিরুল ইসলাম মনি ও গাজী ফরহাদ হোসেন ভন্ড প্রতারক ব্যক্তি হইতেছে। তারা আমার সাতক্ষীরা শহরস্ত নারিকেলতলা মোড় “সাতক্ষীরা ট্রমা এন্ড অর্থোপেডিক্স কেয়ার সেন্টারে গত ৮ মার্চ রাত্র অনুমান ১০টার দিকে হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে আনার অভিযোগ তুলে আমার কাছে মোটা অংকের টাকা দাবী করে। এসময় সাতক্ষীরা মেডিকেল থেকে জোর পূর্বক উক্ত রোগীর সাথে মিথ্যা স্বীকারোউক্তি নেওয়ার জন্য “এই মর্মে কথা বলে যে, আমার প্রতিষ্ঠানের লোক তাদের সাতক্ষীরা মেডিকেল থেকে জোর পূর্বক এখানে নিয়ে আসতে বাধ্য করছে”। বিষয়টি আমার প্রতিষ্ঠানের লোকজন বুঝতে পারলে বিবাদীগন আমার প্রতিষ্ঠানের লোকজনের সাথে ব্যাকচারিতায় লিপ্ত হয়। পরবর্তীতে কথা বার্তার এক পর্যায় আসামিরা ক্ষিপ্ত হইয়া আমার প্রতিষ্ঠানের কর্মচারীদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ নানান বিধি ভয়ভীতি প্রদান করিয়া মোটা অঙ্কের টাকা দাবি করে। ঘটনার এক পর্যায় তারা উত্তেজিত হইলে ৫০,০০০/ (পঞ্চাশ হাজার) টাকা দাবী করে পরিবেশ শান্ত করিতে এবং পরগর বিবাদীরা উত্তেজিত হয়ে ক্লিনিক প্রাঙ্গনে কর্মচারীতে সাথে হাতাহাতিতে জড়ায় পড়ে। আমি ঘটনাটি শুনে যত দ্রুত সম্ভব ক্লিনিক প্রাঙ্গনে উপস্থিত হইলে বিবাদীরাও আমার কোন কথা না শুনে উত্তেজিত হয়ে আমাকে ঠেলে ফেলে দেয় এবং এই বলে হুমকি প্রদান করে যে, ৫০,০০০/— (পঞ্চাশ হাজার) টাকা প্রতি মাসে মাসিক হিসাবে বিবাদীত্তয়কে না দিলে প্রতি নিয়ত এরূণ হয়রানি মূলক কার্যক্রম চলমান থাকবে এবং সোস্যাল মিডিয়ায় আমার প্রতিষ্ঠান ও আমার সম্পর্কে মানহানি মুলক ভ্রান্তকর তথ্য প্রকাশ করে আমাকে ক্ষতিগ্রস্থ করিবে বলিয়া বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে। আমি নিরুপায় হয়ে অনেক চেষ্টা করে ব্যার্থ হয়ে আপনার নিকট আইনী সহায়তা কমনা করিছি।
সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত শেষে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  ফরিদপুরে ২ শ্রমিককে পিটিয়ে হত্যা, আহত ৫

সর্বশেষ সংবাদ