Saturday, March 15, 2025

ঢাবিতে প্রথমবারের মতো ‘তা’মীরুল মিল্লাত’ ব্যানারে মাদ্রাসা শিক্ষার্থীদের প্রোগ্রাম

আরও পড়ুন

“কখনও বন্ধুমহলে নিজের প্রাণপ্রিয় মাদ্রাসার নাম বুক ফুলিয়ে বলতে পারতাম না। সারাক্ষণ ভয় থাকতো যে কখন না কেউ আমার মাদ্রাসার কথা জেনে যায় আর আমাকে হল থেকে বের করে দেয়। মিল্লাতের নাম শুনলেই শিবির ট্যাগ আর তারপরতো পিটিয়ে মেরে ফেলাও জায়েজের মতো ছিল।”— ঠিক এভাবেই ক্যাম্পাস জীবনে মাদ্রাসার পরিচয় নিয়ে শঙ্কার গল্প শোনালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম।

রিয়াজুল আরো বলেন, ‘আমার মনে পড়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য কোচিং করতাম তখন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইরা একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমাদের কিছু সার্ভাইভাল স্কিলও শেখাতেন। চান্স পাওয়ার পরতো একজন একজন করে ডেকে ডেকে এক ধরনের হাতে কলমে শেখাতো যে কীভাবে কলেজ হিসেবে মিল্লাতের নাম না বলে পরিচিত অন্য কোন কলেজের নাম বলে ছাত্রলীগের বড় ভাইদের হাত থেকে রক্ষা পাওয়া যায়।’

আরও পড়ুনঃ  মুক্তিযোদ্ধা কোটায় কতজনের চাকরি, তালিকা হবে

রিয়াজুল ইসলাম বলেন, ‘এর জন্য আমরা পাঞ্জাবি পরাও বাদ দিতাম। এভাবেই কেটেছে আমাদের দিন। অথচ প্রতিবছর মিল্লাত থেকে প্রায় অর্ধশতেরও বেশি শিক্ষার্থী ঢাবিতে ভর্তির সুযোগ পায়। তাদের সবাইকেই এই অত্যাচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ