Saturday, March 15, 2025

চলন্ত অটোরিকশায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, চালক-যাত্রী গ্রেপ্তার

আরও পড়ুন

সুনামগঞ্জের দিরাইয়ে ঈদের কেনাকাটা শেষ করে বাড়ি ফেরার সময় চলন্ত অটোরিকশায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার (১৪ মার্চ) রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- সিএনজিচালক মোহাম্মদ ইমন খান (২৩) ও যাত্রী মো. মিঠু মিয়া (২৫)। গ্রেপ্তার দুজন দিরাই উপজেলার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় অনুসন্ধান শেষে সিএনজিচালিত অটোরিকশার চালকসহ অন্যদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। অভিযানে শুক্রবার রাতে সিএনজিচালিত অটোরিকশার চালক ও অপর যাত্রীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে এবং অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে। 

আরও পড়ুনঃ  রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদকে অব্যাহতি

অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খানের নেতৃত্বে সুনামগঞ্জ সদর থানার ওসিসহ পুলিশ সদস্যরা হাসপাতালে ভর্তি ভিকটিমের খোঁজখবর নেন এবং ভিকটিমের সঙ্গে কথা বলেন। ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করার মাধ্যমে অন্যান্য আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, চলন্ত অটোরিকশায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বাকি আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ