Friday, March 14, 2025

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু, গুরুতর আহত সন্তান

আরও পড়ুন

নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের এক শিশু সন্তান গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পাশের জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নাড়িকেলী গ্রামের বাসিন্দা এনামুল হক (৩৮) ও তার স্ত্রী বৃষ্টি (৩২)।

স্থানীয়রা জানান, এনামুল হক সন্তান ও স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে নওগাঁ থেকে বাড়ি যাচ্ছিলেন। ইয়াদ আলীর মোড়ে বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ধাক্কা দেয়।

আরও পড়ুনঃ  কখন-কোন পথ দিয়ে আসবে রিমাল? উপকূলে ৮-১২ ফুট জলোচ্ছ্বাস, পাহাড়ে হতে পারে ভূমিধস

এতে আরোহীরা সড়কের উপর ছিটকে পড়ে। এসময় পিছন দিক থেকে দ্রুতগতির একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় এনামুল- বৃষ্টি দম্পতি। পরে তাদের আহত সন্তান ও অপর মোটরসাইকেল আরোহী যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নওগাঁ সদর থানায় একটি মামলা হবে বলেও জানায় পুলিশ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ