Friday, March 14, 2025

হাসিনা রাজনীতিতে ফিরবেন না: বিবিসিকে জয়

আরও পড়ুন

শেখ হাসিনা রাজনীতিতে ফিরবেন না বলে বিবিসিকে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। তিনি আরও বলেছেন, এত কঠোর পরিশ্রমের পরও তার বিরুদ্ধে একটি গোষ্ঠী বিরোধিতা করেছে। এ জন্য তিনি খুব হতাশাগ্রস্ত। বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজআওয়ারে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন। তিনি সোমবার পর্যন্ত শেখ হাসিনার অফিসিয়াল উপদেষ্টা ছিলেন। তিনি আরও জানিয়েছেন তার মা শেখ হাসিনা রোববার থেকেই পদত্যাগের কথা বিবেচনা করছিলেন। অবশেষে তিনি নিজের নিরাপত্তার জন্য দেশ ছেড়েছেন। ক্ষমতায় তার মাকে সমর্থন করে জয় বলেন, তিনি বাংলাদেশকে ঘুরিয়ে দিয়েছেন। তিনি যখন ক্ষমতা নিয়েছেন তখন বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র হিসেবে মনে করা হতো। এটি ছিল একটি দরিদ্র দেশ।

আরও পড়ুনঃ  রাজাকারের দল তোরা, এই মুহূর্তে বাংলাদেশ ছাড়: শিক্ষামন্ত্রী

কিন্তু সোমবার পর্যন্ত এ দেশটিকে এশিয়ার উদীয়মান অন্যতম এক টাইগার হিসেবে মনে করা হচ্ছিল। এ জন্য তিনি খুব হতাশ। বিক্ষোভকারীদের কঠোর হস্তে দমনের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন জয়। তিনি বলেছেন, রোববারও পিটিয়ে ১৩ জন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ফলে যখন লোকজন মানুষকে পিটিয়ে মেরে ফেলছে তখন পুলিশ কি করবে বলে আপনি মনে করেন?
মন্তব্য করুন

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ