Friday, March 14, 2025

নতুন বছরে যেসব কাজ না করার প্রতিজ্ঞা করলো ছাত্রশিবির

আরও পড়ুন

বছরের শুরুতেই নতুন করে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। বুধবার (৮ জানুয়ারি) বিকেলে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক পোস্টে এ প্রতিজ্ঞার কথা জানায় সংগঠনটি।

নতুন বছরে কারো সঙ্গে খারাপ আচরণ না করা এবং অন্যের ক্ষতি হয় এমন কাজকর্মও না করার প্রতিজ্ঞা করেছে সংগঠনটি।

ফেসবুক পেজের ওই পোস্টে বলা হয়,

‘রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার হাত ও মুখ থেকে অপর মুসলিমগণ নিরাপদ থাকে সে ব্যক্তিই প্রকৃত মুসলিম। আর যাকে মানুষ তাদের জান ও মালের জন্য নিরাপদ মনে করে সে-ই প্রকৃত মুমিন। (বুখারি, মুসলিম, তিরমিজি)।’

আরও পড়ুনঃ  ১৪ নারী ছাড়াও আরও যাদের বিয়ে করা হারাম

‘অন্যত্র তিনি বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতিসাধন করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে অভিশপ্ত।

-সুনানে তিরমিজি : ১৯৪১।’

এতে আরও বলা হয়, ‘আমি নিজেকে প্রকৃত মুসলিম ও মুমিন হিসেবে গড়ে তুলতে চাই, সে কারণে অনলাইন-অফলাইনে কারো সঙ্গে খারাপ আচরণ করব না; অন্যের ক্ষতি হয় এমন কোনো কাজকর্ম করব না বলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি। আপনি হয়েছেন তো?’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ