হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির বৈঠকে এক সাংবাদিকের প্রশ্ন ঘিরে শুরু হয়েছে বিতর্ক। জেলেনস্কি কেনো স্যুট পরেননি সে উত্তর নিয়ে শুরু হয়েছে সমালোচনা।
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভলোদিমির জেলেনস্কির বাগ্বিতণ্ডা ঘিরে চলছে তুমুল আলোচনা। তবে ওভাল অফিসে এদিন কেবল ট্রাম্পের বাক্যবানে জর্জরিত হননি ইউক্রেনের প্রেসিডেন্ট, তাকে কটাক্ষ শুনতে হয়েছে সাংবাদিকদেরও।
বৈঠকে ডোনাল্ড ট্রাম্প পরে এসেছিলেন স্যুট-কোট-টাই। তবে জেলেনস্কি উপস্থিত হন সামরিক আদলের পোশাক পরে। মার্কিন প্রেসিডেন্টের সামনে এভাবে চলে আসাকে মোটেও ভালোভাবে নেননি এক সাংবাদিক। সরাসরি জেলেনস্কিকে জিজ্ঞেস করেন, কেন তিনি স্যুট পরে আসেননি।
এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের উপস্থিতিতে ওই সাংবাদিক বলেন, স্যুট না পরে আসায় হোয়াইট হাউসের ভাবমূর্তি নষ্ট হয়েছে। কারণ এটা আমেরিকার সর্বোচ্চ পর্যায়ের নীতি নির্ধারকদের অফিস। এমনকি ওই সাংবাদিক জেলেনস্কির কোনো স্যুট আছে কি না তাও জানতে চান?
প্রশ্ন শুনে হতভম্ব হয়ে জেলেনস্কি উল্টো ওই সাংবাদিকের কাছে জানতে চান তার সমস্যা কী? তিনি বলেন, ‘যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ হবে তখন আমি এমন পোশাক পরব। হয়তো তা আপনার মতো। হয়তো তা আপনার চেয়েও ভালো।’
ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই প্রেসিডেন্ট জেলেন্সকিকে কোট টাই পরতে দেখা যায়নি। এর আগেও একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে নিজের চিরাচরিত পোশাকে দেখা গিয়েছে ইউক্রেন প্রেসিডেন্টকে। কখনও অলিভ সবুজ রঙের সোয়েট শার্ট এবং কার্গো প্যান্ট, কখনও বাদামি-খয়েরি রঙের পোশাকে দেখা গিয়েছে তাকে। আগেও জেলেনস্কি জানিয়েছেন, তার দেশে যে যুদ্ধ চলছে এটা বোঝাতেই এমন পোশাক পরেন তিনি।