Thursday, March 13, 2025

গণপরিষদ ও সংসদ নির্বাচন বিষয়ে সরকারের অবস্থান জানালেন উপ-প্রেস সচিব!

আরও পড়ুন

বেসরকারি একটি গণমাধ্যমের টকশোতে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার গণপরিষদ ও সংসদ নির্বাচন বিষয়ে সরকারের অবস্থান জানিয়েছেন।

উপস্থাপকের প্রশ্ন ছিল, বিএনপি নেতারা সরকারের প্রতি অবিশ্বাস নিয়ে কথা বলছে, বিশেষ করে নির্বাচন নিয়ে, কিন্ত প্রধান উপদেষ্টা বলেছেন বাইরের কথা ও ভিতরে টেবিলের কথা আলাদা, ভিতরে তাদের সুসম্পর্ক রয়েছে, এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন গণপরিষদ ও জাতীয় নির্বাচন একই সাথে হতে পারে, এর মধ্য দিয়ে তারা সেকেন্ড রিপাবলিক করতে চায়। সরকার এই জায়গাটা কীভাবে দেখছে?

আরও পড়ুনঃ  মুক্তিযুদ্ধের সময় বয়স ছিল ৯ বছর, এখন তিনি মুক্তিযোদ্ধা

জবাবে উপ-প্রেস সচিব বলেন, এগুলো একটি রাজনৈতিক ধারণা, আমাদের দেশে আগে সিস্টেমে রাজনীতি চলেছে এখন আর সেই সিস্টেমে চলবে না। এখন কিছু পরিবর্তন এসেছে, সেই পরিবর্তনের অংশ হিসেবে রাজনীতির যে তত্ত্ব, যা মানুষ ভুলে গিয়েছিল, রাজনীতি তো শুধু বক্তৃতা, বিবৃতি এগুলো নয়। রাজনীতির কিছু সুনির্দিষ্ট ধারা আছে, আইডিওলজি আছে। একেকজনের একেক আইডিওলজি, একেক চিন্তাভাবনা।

সেকেন্ড রিপাবলিকের কথা বলা হয়েছে, আমাদের দেশে হয়তো এই শব্দটা অনেকেই শুনেনি আগে। এটা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলো কথা বলছে, আমরা জানছি এইসব বিষয়ে। এই যে রাজনীতির এই মতামত, চিন্তাচেতনা এগুলো এখন আলোচনায় এসেছে। এটাই একটা গণতন্ত্রের সৌন্দর্য।

আরও পড়ুনঃ  অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩

গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসাথে হতে পারে নাকি সেটা রাজনৈতিক নেতৃবৃন্দ ভেবে দেখবে। তিনি তার আইডিয়া দিয়েছেন, তারা অন্য রাজনৈতিক দলগুলোর সাথেও আলোচনা করতে পারে। এই আলোচনার পরে একটা সিদ্ধান্ত আসবে বলে আমরা আশা করি। সেই সিদ্ধান্ত আসার পরেই আমরা বুঝতে পারব গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসাথে হবে নাকি আলাদা হবে। এগুলো প্রত্যেকটি একটা ধারণা, এই ধারণাগুলোকে যে যার দৃষ্টিকোণ থেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। সরকার সবার এই বিভিন্ন মতামতকে এক জায়গায় নিয়ে আসার জন্য কাজ করছে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ