বরগুনার আমতলী সার্কেলের (আমতলী-তালতলী) সহকারী পুলিশ সুপারকে বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ার ঘটনা ঘটেছে। এতে সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহত অপর দুই পুলিশ সদস্য হলেন, গাড়ি চালক ও সহকারী পুলিশ সুপারের বডিগার্ড। তবে তাদের নাম জানা যায়নি।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে বরগুনা-পুরাকাটা সড়কের পুরাকাটা নামক এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আমতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ দুপুরের দিকে বরগুনা থেকে আমতলীর উদ্দেশ্যে রওনা হয়ে পুরাকাটা এলাকায় পৌঁছালে তাকে বহন করা পুলিশের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এসময় তারা নিজেদের প্রচেষ্টায় গাড়ির ভেতর থেকে বের হয়ে আসেন। এতে আহত হন তিন পুলিশ সদস্য। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, সহকারী পুলিশ সুপারকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। তবে এতে তিনজন সামান্য আহত হলেও কারো বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।
দুর্ঘটনাস্থল থেকে গাড়িটি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।