Saturday, March 15, 2025

চাঁদাবাজির অভিযোগে বিএনপির তিন কর্মী আ’টক

আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে জামালপুরে বিএনপির তিন কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। শুক্রবার (৭ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের হাজিপুর বাজার থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মোহাম্মদ আতিক।

আটক ব্যাক্তিরা হলেন, মেস্টা ইউনিয়নের হাজীপুর ফকির পাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে পলাশ মিয়া (৪৫), মইনুদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৪৩) ও নজরুল ইসলামের ছেলে ফরমান আলী (৪২)।

আরও পড়ুনঃ  রাত হলেই কবর খুঁড়ে নিয়ে যায় কঙ্কাল

স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির এই তিন কর্মী কয়েকদিন থেকে হাজীপুর বাজারের এক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করেন। বিষয়টি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জানান ওই ব্যবসায়ী। তার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে যৌথবাহিনী। আটক তিনজনই বিএনপি ও সহযোগী সংগঠনের রাজনীতির সাথে জড়িত বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ