Friday, March 14, 2025

আদালতে হাজির করা হলো না ইমরানকে

আরও পড়ুন

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানকে আদালতে হাজিরের আদেশ দিয়েছিলেন ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি)। তবে কারা কর্তৃপক্ষ তাঁকে হাজির করতে ব্যর্থ হয়েছে।

আইনজীবী মাশাল ইউসুফজাই ইমরানের সঙ্গে কারাগারে সাক্ষাৎ করতে চাইলে তাঁকে অনুমতি দেওয়া হয়নি। এরপর তিনি আদালতে পিটিশন করেন। তার পরিপ্রেক্ষিতে ইসলামাবাদ হাইকোর্ট ইমরানকে আদালতে সরাসরি অথবা ভিডিওকলে হাজির করার আদেশ দেন।

সময়সীমা অতিক্রম হয়ে যাওয়ার পর ইসলামাবাদের অ্যাডভোকেট জেনারেল (এজি) বলেছেন, নিরাপত্তা ঝুঁকির কারণে তাঁকে হাজির করা সম্ভব হয়নি। সেই সঙ্গে ভিডিওকলেও তাঁকে যুক্ত করা সহজ ছিল না। এবার আদিয়ালা জেল সুপার ও ইসলামাবাদের এজিকে এ ব্যর্থতার কারণ ব্যাখ্যা করে হলফনামা পেশ করার আদেশ দিয়েছেন আদালত। ডন।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  ইরানে হামলার পর নাগরিকদের ইসরায়েল ছাড়তে বলল অস্ট্রেলিয়া

সর্বশেষ সংবাদ