Friday, March 14, 2025

১০ বছর ধরে বিনামূল্যে সেহরি-ইফতার করাচ্ছেন হোটেল মালিক

আরও পড়ুন

জয়পুরহাটের আক্কেলপুরে টানা ১০ বছর ধরে বিনামূল্যে সেহরি-ইফতার খাওয়ান রফিক হোটেলের মালিক রফিকুল ইসলাম। প্রতিদিন প্রায় তিন শতাধিক রোজাদার ব্যক্তি এখানে সেহরি-ইফতার করেন। বিত্তবান ব্যক্তি না হলেও ১১ মাসে যা আয় করেন সেখান থেকে প্রতিদিন কিছু টাকা সঞ্চয় করে রমজান মাসজুড়ে তিনি ইফতার-সেহরি করান। রমজানের এক মাস মেহমানদারি করান।

রোববার (৯ মার্চ) সেহরির ও ইফতার সময় আক্কেলপুর কলেজ বাজার কাঁচা মালপট্টিতে রফিকের হোটেলে গিয়ে দেখা যায়, সেহরি ও ইফতার খাওয়ার ভিড় চোখে পড়ার মত। ভেতরে ঢুকে দেখা গেল সবাই হাতে হাতে প্লেট নিয়ে যে যার মত করে টেবিলে বসে ইফতার করছেন। তখন মালিকসহ কর্মচারীও ব্যস্ত সময় পার করছেন। খালি নেই কারও হাত। হোটেলজুড়ে চলে জমজমাট সেহরি-ইফতার পর্ব। টাকা না দিয়ে সেহরি খাবেন সবাই, এটাই রোজার একমাস ধরে রফিক হোটেলের নিয়ম। এই নিয়মটি তিনি প্রায় ১০ বছর থেকে ধরে করে আসছেন।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  বাসচাপায় সাবেক ছাত্রশিবির নেতা নিহত

সর্বশেষ সংবাদ