সেনাবাহিনী সম্পর্কিত নানা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার হাসান নাসির। তিনি বলেন, সশস্ত্র বাহিনীকে দেশপ্রেম থেকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে, অন্য কোন কিছু আমাদের প্রাথমিক উদ্দেশ্য হতে পারে না। তাঁর মতে, “সশস্ত্র বাহিনীকে প্রকৃত অর্থে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সক্ষম হতে হবে, তবে বর্তমান পরিস্থিতিতে বাহিনীর সক্ষমতা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে।”
সেনাবাহিনী পুনর্গঠন এবং রাজনীতিকরণের বিপক্ষে বৃহত্তর সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে ব্রিগেডিয়ার হাসান নাসির বলেন,“সেনাবাহিনী বলতে আমরা বুঝি সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনীকে প্রকৃত অর্থে দেশপ্রেম থেকে আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। আমাদের অন্য কোন কিছু আমাদের প্রাইওরিটি হতে পারে না।” এমন মন্তব্য করেছেন ব্রিগেডিয়ার হাসান নাসির।
আপনার মতামত লিখুনঃ