গাজীপুরের শ্রীপুরে নারী কর্মচারীকে বিয়ের প্রলোভনে ৭ মাস ধরে ধর্ষণের অভিযোগে শ্রীপুর থানায় মামলা রুজু হয়েছে। মামলার আসামি শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা গ্রামের আনসার রোড এলাকার মেঘনা গেইট সংলগ্ন ভাতের হোটেল মালিক উমর আলীকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
বুধবার (১২ মার্চ) রাত সাড়ে ১০টায় ভিকটিম নিজে বাদী হয়ে ওই মামলা দায়ের করেন। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল মামলার সত্যতা ও আসামি গ্রেফতারের পর ১৩ মার্চ আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের রৌমারী থানার পাখিরা গ্রামের ভিকটিম গাজীপুরের শ্রীপুর পৌরসভার বেড়াইদের চালা আনসার রোড এলাকার জাকিরের বাড়িতে ১ বছর ধরে ভাড়া থেকে ওই হোটেলে রান্নাবান্নার কাজ করতেন।তখন নেত্রকোনার কলমাকান্দা থানার শিদলী গ্রামের মৃত মাহমুদ হোসেনের ছেলে হোটেল মালিক উমর আলী বিয়ের প্রলোভন দেখিয়ে ভাতের হোটেলের পেছনে রান্না ঘরের পাশে ৭ মাস পূর্বে ইচ্ছের বিরুদ্ধে ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করেন। ভিকটিমকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করেন। ভিকটিম বিয়ের কথা বলিলে আসামি উমর আলী নানা তালবাহানা শুরু করে ঘুরাইতে থাকে। ভিকটিম বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে ধর্ষক উমর আলী ভয় দেখায় এবং ধর্ষণের কথা কাউকে জানালে বা প্রকাশ করলে ভিকটিমকে প্রাণনাশের হুমকি দেয়। পরে স্বজনদের সাথে আলোচনা করে ভিকটিম নিজে থানায় গিয়ে মামলা দায়ের করেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক থানায় মামলা রুজু হয়েছে এবং আসামি গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।