Saturday, March 15, 2025

নারীদের দিকে কুনজর দেওয়ায় অটোচালকের মাথা ন্যাড়া

আরও পড়ুন

পটুয়াখালীর কলাপাড়ায় এবার ইভটিজিংয়ের অভিযোগে রেজাউল গাজী (৪০) নামে এক অটোচালককে ধরে তার মাথা ন্যাড়া করে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।

গতকাল শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের এতিমখানা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, রেজাউল দীর্ঘদিন ধরে কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের আশপাশের এলাকায় নারীদের উত্ত্যক্ত করতেন। পথচারীদের উদ্দেশে অশালীন অঙ্গভঙ্গি করাসহ কুরুচিপূর্ণ মন্তব্য করতেন তিনি। এমনকি তার আচরণ থেকে শিশুরাও রেহাই পেত না।

আরও পড়ুনঃ  ছেলের কোন আশ্বাসে, কিসের শঙ্কায় দেশ ছাড়তে রাজি হন শেখ হাসিনা

গতকাল শুক্রবার সন্ধ্যায় একই ধরনের ঘটনা ঘটলে এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা তাকে আটক করে মারধরের পর মাথা ন্যাড়া করে দেন।

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম বলেন, ঘটনাটি আমরা তদন্ত করছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ