Friday, March 14, 2025

‘ভারতের সশস্ত্র বাহিনী প্রস্তুত’ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

আরও পড়ুন

বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘সশস্ত্র বাহিনী প্রস্তুত থাকা’ মন্তব্যে যতটা না উদ্বিগ্ন হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিষয়টি নিয়ে এখনই কোনো প্রতিক্রিয়া না দেখলেও বিষয়টি পর্যবেক্ষণ করবে সরকার।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার বক্তব্যে কেন বাংলাদেশ প্রসঙ্গ এলো, তা নিয়ে উদ্বেগের চাইতে বেশি অবাক হয়েছে ঢাকা।

আরও পড়ুনঃ  জাবিতে ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে নিতে গিয়ে আটক হলেন ছাত্রদল নেতাও

রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) চায় বাংলাদেশে আরো রোহিঙ্গা আশ্রয় দেয়া হোক, তবে বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে।

এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের দেয়া ট্রাভেল পাস নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেও কোন মন্তব্য করেননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

এছাড়াও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিউইয়র্কে সাইডলাইন বৈঠক নিয়ে নিশ্চিত কোন শিডিউল নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ