Thursday, March 13, 2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকর্মীর পানিতে ডুবে মৃত্যু

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকর্মী সরকারি ব্রজমোহন কলেজের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র ফাহিম বীন ফিরোজ রাতুল (২২) পানিতে ডুবে মারা গেছেন। বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা কলেজ পুকুরে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার বিপুল হোসেন।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেলে ফাহিম বীন ফিরোজ রাতুলসহ চার বন্ধু মিলে উপজেলা কলেজ পুকুরে গোসল করতে নামেন। অসাবধানতাবশত রাতুল পুকুরে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি করে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক রাতুলকে মৃত ঘোষণা করেন। নিহত রাতুল পৌরসভার চরগাধাতলী মহল্লার বাসিন্দা ব্যবসায়ী টিটু ফকিরের ছেলে।

আরও পড়ুনঃ  আড়তের দখল নিয়ে ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষ-গুলি, ৬ জন গুলিবিদ্ধসহ আহত ৩০

স্বজনরা জানিয়েছেন, ছোটবেলা থেকেই সেনা অফিসার হওয়ার স্বপ্ন দেখতো রাতুল। সে হিসেবে নিজেকে প্রস্তুত করছিল। তা ছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন। কিন্তু পানিতে ডুবে তার সকল স্বপ্নের সমাধি হয়ে গেলো।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ