Friday, March 14, 2025

‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আরও পড়ুন

গাজীপুরে গতকাল শুক্রবার রাতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা শুরু করে যৌথ বাহিনী। এ অভিযানের নাম দেওয়া হয়েছে ‘অপারেশন ডেভিল হান্ট’। অভিযানের প্রথমদিন শেরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকে গ্রেপ্তার করেছে ঝিনাইগাতি থানা পুলিশ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯ টার দিকে জেলার ঝিনাইগাতি উপজেলার শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে সেখান থেকে ছাত্রলীগের মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম নামে দুই নেতাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুনঃ  উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণে লজ্জিত ও ক্ষমাপ্রার্থী প্রতিমন্ত্রী পলক

পুলিশ সূত্রে জানা যায়, ঝিনাইগাতি থানার একটি টহল দল শেরপুর-তিনানী সড়কের হাসলিগাঁও এলাকা দিয়ে যাচ্ছিল। এসময় তাদের দেখে ছাত্রলীগের দুই নেতা মাহমুদুল হাসান রুবেল ও রফিকুল ইসলাম দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

মাহমুদুল হাসান রুবেল জেলার শ্রীবরদী উপজেলার চৈতাজানি গ্রামের মৃত আজাদ আলী ছেলে ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের সাবেক মানব সম্পদ বিষয়ক সম্পাদক। আর রফিকুল ইসলাম ঝিনাইগাতি উপজেলার বানিয়াপাড়া গ্রামের আব্দুস সবুরের ছেলে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

আরও পড়ুনঃ  বরিশালে বীর মুক্তিযোদ্ধার ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টার অভিযোগ দুই যুবদল নেতার বিরুদ্ধেবরিশালের উজিরপুরে চাঁদা না পেয়ে বিএনপি‍‍র ব্যানার টাঙিয়ে এক সাংবাদিকের দোকান দখলের চেষ্টার অভিযোগ উঠেছে দুই যুবদল নেতার বিরুদ্ধে। উপজেলার শিকারপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ের দুই দফা ব্যানার টানিয়ে দোকানটি দখলে নেওয়ার চেষ্টা হয়েছে বলে দোকান মালিক মো. মাহফুজুর রহমান মাসুম অভিযোগ করেছেন। মাসুম ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমানের সন্তান এবং উজিরপুর উপজেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সস্পাদক। এ ঘটনায় মাসুম গত ২৫ ফেব্রুয়ারি উজিরপুর উপজেলা যুবদলের দুই যুগ্ম-আহ্বায়ক মো. জালিস মাহমুদ মৃধা ও রুহুল কুদ্দুস হাওলাদারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার কাছে লিখিত অভিযোগ করেন। যদিও জালিস ও রুহুলের দাবি, উজিরপুর পৌর ও শিকারপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের কিছু ব্যক্তি গিয়ে ওই ব্যানার টানিয়েছে। এ বিষয়ে তারা কিছু জানেন না। দোকান মালিক মাসুম বলেন, উজিরপুরের শিকারপুর বন্দরের চান্দিনা ভিটার ৪ শতাংশ জমি বাৎসরিক ইজারায় নিয়ে ১৯৫০ সাল থেকে সেখানে দোকান নির্মাণ করে ব্যবসা শুরু করেন, তারা বাবা বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান। ২০১৫ সালে বাবার মৃত্যুর পর তিনি ও তার দুই ভাই দোকান চালাচ্ছিলেন। এরই মধ্যে ২০১৮ সালে তাদের দোকান দখলে নিয়ে শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কার্যালয় করা হয়।

ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিন তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ ঘোষণার পর ঝিনাইগাতী থানার এটি প্রথম অভিযান ছিল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ