অপারেশন ডেভিল হান্ট’ নিয়ে যা বললেন আজহারি-সারজিস
মিজানুর রহমান আজহারি ও সারজিস আলম। সংগৃহীত ছবি
সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার (৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়।
সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন অনেকেই।জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পোস্টে লিখেছেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ সফল হোক।
আর জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আজ থেকে সারা দেশে শুরু হতে যাচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট।’
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গাজীপুরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে ছাত্র-জনতার ওপর সন্ত্রাসী আক্রমণের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা বাহিনীগুলোর সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সংশ্লিষ্ট এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে ও সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। এ অভিযান শনিবার থেকে গাজীপুরসহ সারা দেশে পরিচালিত হবে।
‘অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে আগামীকাল রবিবার (৯ ফেব্রুয়ারি) প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।