Thursday, March 13, 2025

পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, ধর্মীয় নেতাসহ নিহত ৬

আরও পড়ুন

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে। এতে একজন জ্যেষ্ঠ ধর্মীয় নেতাসহ অন্তত ৬ জন নিহত হয়েছেন। পুলিশের বরাতে শনিবার (১ মার্চ) এ খবর জানিয়েছে এপি।

প্রতিবেদন মতে, পবিত্র রমজান সামনে রেখে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) পাখতুনখোয়া প্রদেশের আকোরা খট্টক এলাকায় অবস্থিত দারুল উলুম হক্কানিয়া মাদ্রাসা মসজিদে জুমার নামাজ চলাকালে আত্মঘাতী বোমা হামলা চালোনো হয়। এতে অনেকেই হতাহত হন।

জুমার নামাজের পর মসজিদটির বহির্গমন রাস্তায় হামলার ঘটনাটি ঘটে। কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও হামলাকারী ভেতরে প্রবেশ করতে সক্ষম হয়। নিহতের মধ্যে পাকিস্তানের বরেণ্য আলেম জমিয়তে উলামায়ে ইসলামের (এস) প্রধান নেতা ও ওই মাদ্রাসার মুহতামিম মাওলানা হামিদুল হক হক্কানিও রয়েছেন।

আরও পড়ুনঃ  নারী কনস্টেবলের হাতে কামড়ে দিলেন বিজেপি নেত্রী, ব্যাপক সমালোচনা

মাওলানা হামিদুল হক হক্কানি জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক নেতা মাওলানা সামিউল হক হাক্কানির ছেলে। সামিউল হকও আততায়ীর হামলায় নিহত হয়েছিলেন যাকে তালেবানের আফগান ও পাকিস্তানি উভয় শাখার প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচনা করা হত। বাবার মতো তারও একই পরিণতি হলো।

খাইবার পাখতুনখাওয়ার আইজিপি জুলফিকার হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজকের ঘটনায় এখন পর্যন্ত ৬ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও বেশ কয়েকজন মুসল্লি।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, হামলার প্রধান লক্ষ্য ছিলেন জামিয়া হক্কানিয়ার মুহতামিম মাওলানা হামিদুল হক হক্কানি। নওশেরার ডেপুটি কমিশনার ইরফানুল্লাহ মেহসুদ বলেন, মাওলানা হামিদুল হক হাক্কানির মরদেহ সিএমএইচ নওশেরায় স্থানান্তরিত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার কথা ভাবছে যুক্তরাজ্য

ইরফানুল্লাহ আরও জানান, হামলা মসজিদটির ওই রাস্তার ওপর করা হয়েছে, নামাজের পর যেখান দিয়ে মাওলানা হামিদুল হক বাসায় ফিরছিলেন। বিস্ফোরণের পর পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এবং এই বিষয়ে হাসপাতালটির মুখপাত্র প্রশাসন এবং চিকিৎসাকর্মীদের সতর্ক থাকার এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ