Friday, March 14, 2025

‘শালারে মাইরাল্যামু’ বলেই রিকশাচালককে জুতা দিয়ে পেটালেন সমাজসেবা কর্মকর্তা

আরও পড়ুন

রাজশাহীর পবায় ব্যাটারিচালিত এক রিকশাচালককে জুতা ও লাঠি দিয়ে পিটিয়েছেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এই দৃশ্য ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে ওই ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। তবে প্রায় একমাস আগে ২ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, সমাজসেবা কর্মকর্তা জাহিদ হাসান রিকশা চালককে ভাড়া দিয়ে রিকশা থেকে নেমে যান। এসময় ভাড়া নিয়ে তর্ক সৃষ্টি হলে তিনি পা থেকে জুতা খুলে রিকশা চালকের মুখে ও মাথায় আঘাত করেন। এরপর পাশে থাকা নিজের প্রাইভেটকার থেকে মোটা লাঠি বের করে রিকশাচালককে বেধড়ক পেটাতে থাকেন এবং বলতে থাকেন, ‘তুমি একবার বলছো না, আবার বলছো ক্যান। শালারে মাইরাল্যামু, আগা আগা।’

আরও পড়ুনঃ  মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোক জড়ো করে পালিয়ে যান যুবলীগ নেতা

এ ঘটনার বিষয়ে জানতে চাইলে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ বলেন, আমি এই ঘটনার বিষয়ে শুনেছি। একজন সমাজসেবা কর্মকর্তা হয়ে এ ধরণের কাজ তার শোভা পায় না।

সমাজসেবা অধিদপ্তর রাজশাহী জেলার উপপরিচালক মনিরা খাতুন বলেন, ‘ভিডিওটা দেখলাম। বিষয়টা নিয়ে জাহিদ হাসানের সঙ্গে কথা বলতে হবে। আমাদের বিভাগীয় পরিচালক রয়েছেন। আলাপ করে দেখি।’

এ ব্যাপারে জানতে চাইলে অফিসার জাহিদ হাসান রাসেল বলেন, রিকশাচালক বেয়াদবিমূলক কথা বার্তা বলায় আমার রাগ হয়েছিল। তবে আমার অবস্থান অনুযায়ী এমন কাজ করা উচিত হয়নি। আমি খুবই মর্মাহত ও লজ্জিত।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ