Thursday, March 13, 2025

প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে দুই নারী গ্রেপ্তার

আরও পড়ুন

প্রকাশ্যে ধূমপান করার অভিযোগে মোহাম্মদপুরে দুই নারী গ্রেপ্তার। পুলিশ জানিয়েছে, গতকাল প্রকাশ্যে ধূমপান করার কারণে স্থানীয়দের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ায় দুই নারীকে আটক করা হয়েছে।

মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত ডেপুটি কমিশনার জুয়েল রানা বলেন, নারীদের নিরাপত্তার জন্য মোহাম্মদপুর থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের মতে, নারীরা লালমাটিয়ার একটি চা স্টলের পেছনে ধূমপান করছিলেন, তখন কিছু স্থানীয় তাদের কাছে গিয়ে প্রকাশ্যে ধূমপান না করতে বললে পরিস্থিতি উত্তেজিত হয়ে ওঠে এবং এক পর্যায়ে বাকবিতণ্ডা শুরু হয়, যা পুলিশের হস্তক্ষেপে থামে।

আরও পড়ুনঃ  যেতে হবে না ভারতে, হাসপাতাল করবে চীন ও তুরস্ক

“যেহেতু উত্তেজনা বৃদ্ধি পায়, তা এড়াতে আমাদের হস্তক্ষেপ করতে হয়েছে,” বলেন জুয়েল রানা।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ