Friday, March 14, 2025

রোজায় আমিরাতে ১০ হাজার পণ্যে ছাড় ৫০ শতাংশের বেশি

আরও পড়ুন

সংযুক্ত আরব আমিরাতের প্রায় ৬৪৪টি প্রধান সুপারমার্কেট রমজান মাসে ১০ হাজার পণ্যের ওপর ৫০ শতাংশেরও বেশি ছাড় ঘোষণা করেছে। এর মধ্যে একটি সংস্থা সাড়ে তিন কোটি দিরহাম সমমূল্যের ছাড় ঘোষণা করেছে। গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির অর্থ মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর খালিজ টাইমসের।

পবিত্র মাস উপলক্ষে ঘোষিত অন্যান্য অফারগুলোর মধ্যে রয়েছে লুলু হাইপারমার্কেটে ৫ হাজার ৫০০টি পণ্যের ওপর ৬৫ শতাংশ ছাড়, যার আমিরাতজুড়ে ৬০০টিরও বেশি শাখা রয়েছে।

আরও পড়ুনঃ  বাংলাদেশের চেয়ে হাসিনাকে প্রাধান্য দিয়ে বিপাকে ভারত

অর্থ মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা ও বাণিজ্যিক নিয়ন্ত্রণ পরিচালক সুলতান দারবিশ বলেন, আরেকটি সংস্থা পাঁচ হাজারের বেশি পণ্যের ওপর ৬০ শতাংশ মূল্যের ছাড় ঘোষণা করেছে।

গত কয়েক মাস ধরে সংযুক্ত আরব আমিরাতের বাজারে খাদ্যপণ্যের সরবরাহ বেড়েছে। দুবাইয়ের আল আওয়ের ফল ও সবজি বাজারে দৈনিক আমদানি ১৫ হাজার টন এবং আবুধাবিতে ছয় হাজার টনে পৌঁছেছে।

আমিরাতের অর্থ মন্ত্রণালয় আরও জানায়, সম্প্রতি ঘোষিত ৯টি মৌলিক পণ্যের নির্ধারিত দাম সুপারমার্কেটগুলো যাতে না বাড়াতে পাড়ে, তা নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করছে। পবিত্র মাসে ৪২০টি বাজারে পরিদর্শন অভিযান পরিচালনা করা হবে।

আরও পড়ুনঃ  সিনওয়ারের ময়নাতদন্ত করা চিকিৎসকের চাঞ্চল্যকর তথ্য

গত বছরের ডিসেম্বরে অর্থ মন্ত্রণালয় বলেছিল, খুচরা বিক্রেতারা পূর্ব অনুমোদন ছাড়া ৯টি মৌলিক ভোগ্যপণ্যের দাম বাড়াতে পারবেন না। পণ্যগুলোর মধ্যে রয়েছে ভোজ্যতেল, ডিম, দুগ্ধজাত পণ্য, চাল, চিনি, মুরগি, ডাল, রুটি ও গম।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ