Thursday, March 13, 2025

আরও পড়ুন

দিনাজপুরের বিরামপুরে ফেসবুকে ‘সুইটহার্ট’ লিখে অস্ত্রসহ ছবি পোস্ট করার পর নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ মার্চ) রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের বড়মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার নাবিল হোসেন (২২) বিরামপুর পৌর শহরের ইসলামপাড়া মহল্লার বাসিন্দা নজরুল ইসলামের ছেলে। তিনি বিরামপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড শাখা ছাত্রলীগের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (২ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নাবিল তার ফেসবুক আইডি ‘নাবিল (নাবু)’ থেকে একটি রিভলভার ও ম্যাগাজিনের ছবি পোস্ট করেন। ছবির নিচের ডান পাশে লাল রঙে ইংরেজিতে লেখা ছিল ‘সুইটহার্ট’। বিষয়টি নজরে আসার পর পুলিশ অভিযান চালিয়ে রাত ৯টার দিকে বিরামপুর পৌর শহরের নতুন বাজার এলাকার মহিলা কলেজের পাশের বড় মাঠ থেকে তাকে আটক করে।

আরও পড়ুনঃ  পদ্মা গ্রুপের মালিকের স্ত্রীকে শ্লীলতাহানি, নেপথ্যে বড় এক রাজনীতিবিদ এর খালাতো ভাই

বিরামপুর থানার ওসি মমতাজুল হক বলেন, নাবিল নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য। বিরামপুর থানায় গত ২৫ অক্টোবর দায়ের করা একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল (সোমবার) তাকে দিনাজপুর আদালতে তোলা হয়।

তিনি আরও বলেন, প্রেমিকার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদের কারণে নাবিল ফেসবুকে একটি অস্ত্রের ছবি পোস্ট করেন। সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেছিলেন— ‘তুমি যদি যোগাযোগ না করো, তাহলে আমি আত্মহত্যা করব।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ