ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ডাকা কর্মসূচিতে অংশ নিয়ে মারধরের শিকার হয়েছেন মো. জাহাঙ্গীর ওরফে ‘তলোয়ার জাহাঙ্গীর’ নামে যুবলীগের এক নেতা
ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ডাকা কর্মসূচিতে অংশ নিয়ে মারধরের শিকার হয়েছেন মো. জাহাঙ্গীর ওরফে ‘তলোয়ার জাহাঙ্গীর’ নামে যুবলীগের এক নেতা
ঠাকুরগাঁওয়ে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ডাকা কর্মসূচিতে অংশ নিয়ে মারধরের শিকার হয়েছেন মো. জাহাঙ্গীর ওরফে ‘তলোয়ার জাহাঙ্গীর’ নামে যুবলীগের এক নেতা। রবিবার (৯ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও আদালত চত্বরে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে শিক্ষার্থীদের ডাকা কর্মসূচি থেকে তাকে আটক করেন শিক্ষার্থীরা। পরে মারধর করে পুলিশের হাতে তুলে দেন তারা।
জাহাঙ্গীর ঠাকুরগাঁও সদরের পুলিশ লাইনস এলাকার মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তিনি জেলা যুবলীগের সদস্য। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ আছে।