Friday, March 14, 2025

বদনামের দায়’ নেবেন না বলে বিএনপি নেতার পদত্যাগ

আরও পড়ুন

জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান শহিদুল্লাহ। তিনি বলেন, ইতোপূর্বে উপজেলা কমিটির নেতৃবৃন্দের বিরুদ্ধে ছোটখাটো কিছু অভিযোগ পেয়েছি। যেটা সংগঠন কার্যক্রম পরিচালনা করতে গিয়ে হয়েছে। তবে এ নিয়ে কেউ কোনো অভিযোগ করেনি। যিনি পদত্যাগ করেছেন তিনিও কখনো অভিযোগ করেনি। তার লিখিত অভিযোগ হাতে পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

রাজনীতিতে নিস্ক্রিয়তার অভিযোগ অস্বীকার করে গোলাম ওয়াহীদ হারুন বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির ৯০ শতাংশ কর্মসূচিতে আমি ছিলাম। এখন যারা নেতা দাবি করছেন তারা কোথায় ছিলেন প্রশ্ন তুলে তিনি বলেন, গত ছয় মাস ধরে রাজনীতিতে সক্রিয় না থাকার দাবি কিছুটা সত্যি। যখন দেখলাম দলের সাংগঠনিক যে উদ্দেশ্য তা থেকে আমাদের অনেক লোক বিতর্কিত কর্মকাণ্ডে জড়াচ্ছে তখন তাদের থেকে বেরি আসি। এ কারণে রাজনৈতিক কোনো কর্মসূচিতে আমাকে ডাকা হয় না বা জানানো হয় না। বিষয়টি ইতোপূর্বে উত্তর জেলার আহ্বায়ক দেওয়ান শহিদুল্লাহকে জানিয়েছি। তিনি গুরুত্ব দেননি। এ কারণে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিই। যেই কমিটির নেতারা মানুষের কল্যাণের না থেকে দলের বদনাম করে নিজেদের আখের গোছায় তাদের সঙ্গে না থাকাটাই উত্তম বলে মন্তব্য করেন তিনি।

আপনার মতামত লিখুনঃ
আরও পড়ুনঃ  সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ সংবাদ