Thursday, March 13, 2025

বনশ্রীর স্বর্ণ ডাকাতি মামলায় গ্রেপ্তার আমিনুল বাউফলের ছাত্রলীগের নেতা, সুমন শ্রমিক দল নেতা

আরও পড়ুন

রাজধানীর বনশ্রী এলাকায় স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ডাকাতির চাঞ্চল্যকর ঘটনায় জড়িত ৬ জন গ্রেপ্তার হয় শনিবার (৮ মার্চ)। এদের মধ্যে দুই জনই পটুয়াখালীর বাউফল উপজেলার বাসিন্দা।আমিনুল ইসলাম উপজেলার কালাইয়া ইউনিয়নের নতুন ইউনিয়ন পরিষদ এলাকার বাসিন্দা ইকবাল মৃধার ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সদস্য। এছাড়াও গ্রেপ্তার সুমন মোল্লা একই ইউনিয়নের পাশের গ্রাম ‘আয়নাবাজ কালাইয়ার’ বাসিন্দা শাহজাহান মোল্লার ছেলে। তিনি কালাইয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড শ্রমিক দলের সহ-দফতর সম্পাদক।

আরও পড়ুনঃ  ফরিদপুরে ২ ভাইকে পিটিয়ে হত্যা: তপন ও অজিতকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা

আমিনুল পেশাদার ডাকাত এর আগেও তাকে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র সহ ডাকাতি মামলায় গ্রেপ্তার করা হয়। গত কাল শনিবার (০৮মার্চ) তাদের গণ মাধ্যমের সামনে হাজির করা হলে স্থানীয় ভাবে খোঁজ নিয়ে এ চাঞ্চল্য কর তথ্য পাওয়া যায়।

খোঁজ নিয়ে জানা যায়, এর আগে ছাত্রলীগ নেতা আমিনুল একাধিক ডাকাতির ঘটনায় সরাসরি নেতৃত্ব দেয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলো। একের পর এক ডাকাতির ঘটনার পর জেলা পুলিশের কয়েকটি টিমের যৌথ তদন্তে আন্তঃ বিভাগ ডাকাল দল শনাক্ত হয়। অভিযান চালিয়ে ২০২৩ সালের ৯ নভেম্বর আমিনুল সহ ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ডাকাত দলকে আশ্রয় দেয়া সহ অস্ত্রের জোগান দাতাও ছিলেন আমিনুল। এছাড়া একাধিক ডাকাতির নেতৃত্বেও ছিলেন তিনি। পটুয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেটের কাছে জবান বন্দিতে এ অভিযোগ স্বীকার করেছিল আমিনুল।

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ