Friday, March 14, 2025

৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী প্রতিবেশী গ্রেফতার

আরও পড়ুন

শেরপুরের নকলা উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী প্রতিবেশী চান মিয়া ওরফে লছা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) বিকালে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ ভাষ্যমতে, নির্যাতনের শিকার শিশুটি ও অভিযুক্ত চান মিয়া প্রতিবেশী এবং তাদের মধ্যে দাদা-নাতনির সম্পর্ক। শনিবার দুপুর আড়াইটার দিকে চান মিয়া শিশুটিকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশে সামছুল হকের ভুট্টাক্ষেতে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে ধর্ষণ করেন।

আরও পড়ুনঃ  ১০ মিনিটে এমপি আজিমের লাশ টুকরো করে ভরা হয় চার ট্রলি ব্যাগে

এ সময় শিশুটি চিৎকার করতে শুরু করলে চান মিয়া তাকে শান্ত করার জন্য ২০ টাকা দেন। অস্বাভাবিক শব্দ শুনে শিশুটির মা ভুট্টাক্ষেতে যান। সেখানে তিনি দেখেন চান মিয়া দৌড়ে পালাচ্ছেন আর তার মেয়ে মাটিতে লুটিয়ে পড়ে কাতরাচ্ছে।

পরে চান মিয়া এলাকার বিভিন্ন ব্যক্তির মাধ্যমে ঘটনাটি চাপা দিয়ে আপসের চেষ্টা করেন। কিন্তু শিশুটির পরিবার তা প্রত্যাখ্যান করে। শিশুটির বাবা নকলা থানায় শনিবার রাতেই লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ সেই রাতেই চান মিয়াকে গ্রেফতার করে।

আরও পড়ুনঃ  আকাশ বয়কট, বাতাস বয়কট, দুনিয়া বয়কট—সব বয়কট!

রবিবার (৯ মার্চ) সকালে গ্রেফতার চান মিয়াকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘আমরা পাইস্কা এলাকায় একটি শিশুকে ধর্ষণের খবর পাই। থানায় গত রাতে মামলা হওয়ার পর আমরা অভিযান চালিয়ে সেই রাতেই অভিযুক্ত চান মিয়াকে গ্রেফতার করি এবং রবিবার তাকে আদালতে প্রেরণ করি।’

আপনার মতামত লিখুনঃ

সর্বশেষ সংবাদ